নাঈম ইসলাম, কটিয়াদী, কিশোরগঞ্জ : কটিয়াদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে নতুন করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির সদস্যগণ হচ্ছেনঃ আহ্বায়য়ক- অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর ( দৈনিক যুগান্তর ), সদস্য সচিব – মো. মোবারক হোসেন ( দৈনিক সংগ্রাম) , সদস্য – রফিকুল হায়দার টিটু ( দৈনিক মানবজমিন) , ফখর উদ্দিন ভূঁইয়া ইমরান ( দৈনিক নয়া দিগন্ত) , মাইনুল হক মেনু ( দৈনিক দিনকাল ও সিএনএন বাংলা টিভি), মাসুম পাঠান ( দৈনিক যায়যায়দিন), প্রভাষক ধ্রুব রঞ্জন দাস ( দৈনিক সময়ের আলো), সাইদুর রহমান নাঈম ( বার্তা২৪ ও সময়ের কন্ঠস্বর), ও মো. সাইফুল ইসলাম ( দৈনিক খবরপত্র ) ।