নাঈম ইসলাম: “স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ”এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে শুভ উদ্বোধন ও আলোচনার মাধ্যমে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা’র সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমিশনার শওকুল ইসলাম- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলা উদ্দিন সাবেরী,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।