এমপি নাসিম চৌধুরী ও নিজাম হাজারীর স্ট্যাটাস টক অফ দা ফেনী
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
৫০
বার পঠিত
»»»»» »»»»»
মশি উদ দৌলা রুবেল: ৫ই জুন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনী-০১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ট্যাটাস টক অফ দা ফেনীতে পরিণত হয়েছে।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি বলেন আমি আওয়ামীলীগের একজন কর্মী মাত্র, অভিভাবক নই।তাই আমাকে জেলা আওয়ামীলীগের অভিভাবক বা অন্য কোন বিশেষনে সম্বোধন না করার জন্য দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ঠ সবার প্রতি অনুরোধ করছি।কারন আমি ব্যাক্তিপুজা পছন্দ করি না।জয় বাংলা।
নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন আমরা সকলেই যেমন সকল গুনে গুনান্বিত অতিমানব বা মহামানব নই,তেমনই ভালবাসা,দয়া,ক্ষমার সদগুনবিহীন পশুও নই।অতি প্রশংসা আর চাটুকারিতা করে সাধারণ মানবিক গুনসম্পন্ন মানুষকে তথাকথিত মহামানব হিসাবে তুলে ধরা যেমন নিন্দনীয়,ঠিক তেমনি ব্যক্তিগত বা দলীয় স্বার্থের কুমতলবে একজন লোককে সে যে অপরাধ করে নাই সে অপরাধে অপরাধী করাটাও নিন্দনীয়।
আমার ভক্ত,অনুসারীদের কাছে অনুরোধ- আমার অতি প্রশংসা করে আমাকে মহামানব হিসাবে চিত্রিত করবেন না।চাটুকারিতা,অতিপ্রশংসা মানুষকে লক্ষ্যচ্যুত করে।যার চাটুকারিতা বা অতিপ্রশংসা করা হয়,পরিনতিতে তার ক্ষতিই করা হয়।অপরপক্ষে নিন্দুকদের কাছে অনুরোধ-যে অপরাধ করি নি সে অপরাধে অপরাধী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করবেন না।নিজের বিবেকের কাছে,স্রষ্টার কাছে শেষপর্যন্ত অপরাধী হিসাবে প্রমাণিত হবেন।