অরবিন্দ রায় : মুক্তিযুদ্ধুবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি। একাওরের সেই পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধব্বংস করতে চায়। আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে বাধা সৃষ্টি করতেই দেশে নাশকতা চালানো হয়েছে। দেশে নাশকতাকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে এ নাশকতা চালিয়েছে। যার যার এলাকায় নাশকতাকারীদের চিহ্নিত করে আইন শৃঙ্খলাকারীদের তথ্য দিয়ে সহায়তা করুন। চলমান সহিংসতায় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ কারীকে বিচারের আওতায় আনতে সকলকে সহযোগিতা করতে হবে।শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম. পি, নরসিংদী ১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি জি. এম. তালেব হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আজাহার হোসেন প্রমুখ।