মোঃশাহজাহান খন্দকার উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার সকল ৯:০০ ঘটিকায় পৌরসভার (০৪) নং ওয়ার্ড নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মেসার্স হযরত শাহজালাল রহঃ ট্রেডার্স এর তত্বাবধানে ৪৫১ টি কার্ড ধারি মানুষের হাতে এ সব পণ্য বিতরণ করা হয়।
পণ্য সামগ্রী, ১ কেজি চিনি, ২ কেজি ডাল,সয়াবিন তৈল ২ লিটার। যার নির্ধারিত মূল্য ছিলো ৪২০টাকা মাত্র।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান রাজু কাউন্সিলর (০৪) ওয়ার্ড উলিপুর পৌরসভা, সাইদুর রহমান (বি এস) বাংলাদেশ কৃষি অফিসার উলিপুর পৌরসভা (৪০) ওয়ার্ড,আবু সায়েম প্রতিষ্ঠাতা মেসার্স হযরত শাহজালাল রহঃ ট্রেডার্স,আজগর আলী উপদেষ্টা মেসার্স হযরত শাহজালাল রহঃ ট্রেডার্স,এবং উক্ত এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।