মোঃ শাহজাহান খন্দকার উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর, উপলক্ষে ১৫ তারিখ শনিবার সকাল ১০:০০ঘটিকায় উলিপুর পৌরসভার অতি দরিদ্র অসহায়(৩০৮১) তিন হাজার একাশি জন কার্ড ধারি মানুষের হাতে ১০ কেজি করে মোট (৩০৮১০ কেজি) চাল বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মামুন সরকার মিঠু , মেয়র উলিপুর পৌরসভা, মোঃসাহেদুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার উলিপুর কুড়িগ্রাম। চলমান দায়িত্ব পৌরসভা রিলিফ অফিসার। মোঃ শাহীনুল ইসলাম উপ সহকারি প্রকৌশলী উলিপুর পৌরসভা। প্রেস শাহজাহান খন্দকার উলিপুর উপজেলা সংবাদ দাতা। মোহাম্মদ ইরফান সরদার, মোঃ সামিউল ইসলাম এবং উলিপুর পৌরসভা গণ্যমান্য ব্যক্তিবর্গ।