নুর মোহাম্মদ রোকন কুড়িগ্রাম : উলিপুরে একটি রাস্তা সংস্কারের অভাবে শত শত পথচারীরা বিভিন্ন যানবাহন নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।
বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে একটি রাস্তা গত বন্যা ও বৃষ্টিতে ভেঙ্গে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে।
এতে বিভিন্ন যানবাহন নিয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় মোল্লাহাট কুড়িগ্রাম জেলা শহর ও উলিপুর উপজেলা শহর যোগাযোগ ব্যবস্থা নানাবিধ সমস্যায় পড়ছে এলাকাবাসী। পার্শ্ববর্তী দুই তিনটি ইউনিয়নের শত শত মানুষের একমাত্র যাতায়াতের যোগাযোগ ও জেলা শহরে জায়গার যোগাযোগের একমাত্র চলাচলের রাস্তাটির মাঝে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে । প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।
স্থানীয় নুর ইসলাম মনসুর আলী নুরল হক, শামসুল হক, সোহরাব আলী, জহুর আলী জানান, এবারে বন্যায় ও ঘন ঘন বৃষ্টিতে ফলাফলের রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মানুষের দুর্ভোগ হয়েছে । ইউপি চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে স্থানীয়ভাবে মেরামত করার চেষ্টা করব।