নুর মোহাম্মদ রোকন ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে নিজ কক্ষ থেকে ইশিতা খাতুন (১৯)নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামে।মৃত ইশিতা খাতুন ঐ এলাকার সেকেন্দার আলীর কন্যা এবং পাঁচপীর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।স্থানীয় তথ্য সুত্রে জানা যায়, বাড়ির সকলের অজান্তে আজ দুপুর ১ টার দিকে নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনেরা।দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক বলে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নাথাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।