নুর মোহাম্মদ রোকন (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল(অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) ছাত্রদল ও যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।পরে উলিপুর প্রাণ কেন্দ্রে এসে সমাবেশ করেন, উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা বলেন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ব্রি: জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন। ছাত্র আন্দোলনে ছাত্রজনতার হত্যা করি শেখ হাসিনাকে অভিযুক্ত করে তার বিচারের দাবি করেন।
এ সময় উপজেলা বিএনপি’র ছাত্রদল ও যুবদলের আনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর...