মো.জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগি ইউনিয়নের বৃ- কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক মহিলা ইন্তেকাল করেছেন। এ ঘটনায় তিন নারীসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২),রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)।
বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।