ফেনী পৌর শহর সহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে জানা গেছে নিত্যপণ্যের অস্থিরতার খবর। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেন থামানোর কেউ নেই। ফেনীতে মোটা চাউল ৫৭, মিনিকে ৭৪, চিনিগুড়া ১২০, চিনি ১৩০, গুড় ১৮০, জিরা ৮০০, শুকনো ধনিয়া কেজি ২০০, আলু ৫৫, ডাউল ৮০,সয়াবিন লিটার ১৬৫, সরিষার তেল লিটার ২৫০, ব্রয়লার মোরগ প্রতি কেজি ১৮০, সোনালী মোরগ প্রতি কেজি ৩৫০, কক মোরগ প্রতি কেজি ৩৪০, তেলাপিয়া প্রতি কেজি ২২০, কাতল প্রতি কেজি ৪০০, রুই ৩৮০, সামুদ্রিক টেংরা প্রতি কেজি ৫০০-৬০০, চিংড়ি ৮০০, ছোট চিংড়ি ৪০০,ইলিশ এক কেজি ওজনের ১৮০০-২০০০,৫০০গ্রাম থেকে ৭০০গ্রাম পর্যন্ত প্রতি কেজি ১২০০। দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য পণ্যের দাম, প্রতি দিনই নিত্যপণ্যের দাম বেড়ে চলছে। প্রতিদিনই ক্রেতা সাধারণের সঙ্গে বাগবিতাণ্ডা করতে হচ্ছে।নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মসল্লার বাজারেও আগুন জ্বলছে।
ফেনী জেলা প্রশাসক বলেন, দিন দিন দ্রব্যমূল্য বেড়ে চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা টাঙাতে বলা হয়েছে।