পিরোজপুর প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তান্ডবের প্রতিবাদে পিরোজপুরে কর্মরত সাংবাদিক বৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল জেলার প্রেসক্লাব সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানান সাংবাদিকরা। কালের কণ্ঠ’র পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশে প্রতিদিন ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, দৈনিক পিরোজপুরের কথা এর প্রকাশক ও সম্পাদক মো. জহিরুল হক টিটু, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, বাংলা টেলিভিশনের প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, বাংলা ট্রিবিউন ও বনিক বার্তার প্রতিনিধি আরিফ মোস্তফা, কথা‘র নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি গোলাম মেস্তফা প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ ২৪ ডটকম ও রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দূষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাঙচুর করে।