মশি উদ দৌলা রুবেল : ফেনীর ছাগলনাইয়ার আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহাতাব হোসেন এর বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এলাকাবাসী।এই সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং অধ্যক্ষের কার্যালয়ের সামনে ‘দফা এক দাবি এক,অধ্যক্ষের পদত্যাগ’স্লোগান ধরে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কলেজ গেটে ও প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ মহাতাব হোসেন এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা সৃষ্টি,ছাত্রলীগ ও পুলিশ দিয়ে শিক্ষার্থীদের হয়রানি,মিথ্যা মামলায় জড়ানোর হুমকি,ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ,কলেজের একাউন্ট থেকে বিভিন্ন বিল ভাউচার করে টাকা আত্মসাৎ,মসজিদ করার নামে টাকা নিয়ে মেরে দেওয়া সরকার পতনের পর থেকে টানা কলেজে অনুপস্থিত,ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা ও ৬ ঘন্টার ক্লাসের মধ্যে তিনঘণ্টা পর ছুটি দেওয়া সহ অধ্যক্ষের নানা অনিয়ম,দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি তোলেন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,সম্প্রতি জেলাজুড়ে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হলে তিনি আমাদের কলেজে কোনো আন্দোলন করতে দেননি।ছাত্রলীগ ও পুলিশ দিয়ে শিক্ষার্থীদের হয়রানি,মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন।আমরা আওয়ামী লীগ সরকারের দোসর এই অধ্যক্ষের অপসারণ চাই।৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।আরেক শিক্ষার্থী বলেন,সরকার পতনের পর থেকে অধ্যক্ষ টানা কলেজে অনুপস্থিত।আমরা প্রতিদিন খোঁজ নিয়েছি, পাইনি।এমনকি তিনি কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেননি।এরই মধ্যে গত রোববার প্রথম বর্ষের ক্লাস শুরু হলে মাত্র এক ঘণ্টা পর ছুটি দেওয়া হয়।কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন,প্রতিদিন ৬ ঘণ্টা ক্লাস হওয়ার কথা,তিন ঘণ্টাও হয় না।এভাবে বছর শেষ হয়ে গেছে।কিন্তু এসব বিষয়ে অধ্যক্ষের কোনো দায়ভার নাই।তিনি নিজেই বেশিরভাগ সময় উপস্থিত থাকলেও তার পক্ষে যে সকল শিক্ষকরা কথা বলে তারা বেশিরভাগ সময় অনুপস্থিত থাকলেও কিছু বলেন না অধ্যক্ষ।তিনি আরো বলেন,অতিরিক্ত ফি আদায়,ভর্তি বাণিজ্য,ভুয়া প্রকল্প বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে অধ্যক্ষ বিরুদ্ধে।আমরা দুর্নীতিমুক্ত কলেজ চাই।এই সময় মানববন্ধন ও গণস্বাক্ষরে একতাবাসন করে বক্তব্য দেন আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ শিক্ষকদের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহাম্মদ,শিক্ষক সলিমুল্লাহ,সৌমিত্র কুমার মজুমদার,এমএ হান্নান মিয়া,নুরুল আমিন ভূঁইয়া,আমেনা বেগম,মোস্তাফিজুর রহমান চৌধুরী,নুর নাহার বেগম, সাবেক শিক্ষার্থী।এই সময় শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এর আগেও এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজ গভর্ণিং বর্ডির সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও খবর...