আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত জহিরুল ইসলামের (২৭) দাফন সম্পন্ন হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আলী আকবর কোম্পানি বাড়ির নুর নবীর ছেলে। সোমবার (২০ মার্চ) বিকেলে জানাজা শেষে এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে আবুধাবি থেকে তার মরদেহ নিজ গ্রামে আসে।
নিহতের পরিবার সূত্রল জানা যায়, জহিরুল ইসলাম ২০২০ সালে আবুধাবি যান। তিন বছরের প্রবাস জীবনে একই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে যৌথ মালিকানায় ব্যবসা করেন। গত ১১ মার্চ আবুধাবির ওমলকাইম এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জহির। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৫ মার্চ মারা যান তিনি।
নিহতের মামা এয়াকুব আলী বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে জহির ছিলেন দ্বিতীয়। সোমবার তার দাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply