আদালতের সামনে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
৩০
বার পঠিত
»»»»» »»»»»
আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, প্রশাসনের ব্যাপক অবস্থানের মধ্যেও বিভিন্ন গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় আইনজীবীদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখ।