পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামির সুন্দর বাংলাদেশ এই শিশুদের মধ্যে থেকে বিকশিত হবে। এই শিশুরাই জাতির নেতৃত্ব দেবে। সে জন্য শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর ক্রড়া প্রতিযোগিতা করে তরা খুব খারাপ হয় না। নতুন প্রজম্মকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নমেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট-২০২৩ এর জেলা প্রাথমিক শিক্ষা পিরোজপুরের আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মানসস্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ নিতে হবে, সুস্বাস্থ্য এবং চরিত্র গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর গড়তে হলে ভাল ভাবে লেখাপড়া করতে হবে। তেমনি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। লক্ষ্যহীন পথে চলাচল করলে মানুষ হওয়া যাবেনা এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। এ সময় মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বই-পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদেরকে প্রথাগত শিক্ষা দিবেন না। বইতে যা কিছু আছে তা পড়াবেন। এর বাহিরেও পড়াবেন নৈতিকতা কাকে বলে, সত্যবাদীতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে। মিথ্যা কথা থেকে এড়িয়ে আসতে হবে কিভাবে, এগুলো তাদের শিক্ষাতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেয়েদেরকে লেখা-পড়া করাবেন। সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে। ওরা আর্দশ মানুষ হউক, লেখা পড়া শেষ করে সে যখন সাবলম্বী হবে। ছেলেদের দিকে খেয়াল রাখবেন, মাদকে আসক্ত হয়েছে কিনা ও ইয়াবা সেবন করে কিনা, গাঁজা খায় কিনা। যারা খারাপ লোক তাদের সাথে চলে কিনা। রাতে না ঘুময়ে মোবাইল নিয়ে খারাপ কিছু দেখে কিনা।
তিনি উদাহরন টেনে বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীরা নরম কাদা মাটির মত, তাকে যেভাবে গড়তে চান সেভাবেই গড়া যায়। এ জন্য শিক্ষিত জাতি গড়ার পেছনে মানুষ বানাবার কারিগড় হিসেবে যে সকল শিক্ষক রয়েছেন তাদের কোন বিকল্প নেই। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সহ রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।