মো: জাহাঙ্গীর আলম : কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদেশ এখন উত্তাল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে সারা দেশে পালিত হচ্ছে ছাত্রদের অসহযোগ আন্দোলন।
তারাই অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতেও ছাত্র আন্দোলনকে সম্মতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ৷
মিছিলে উপস্থিত ছিলো শত শত ছাত্র এবং সাধারণ জণগণ। বিক্ষোভে উপস্থিত মোঃ হাসানুর রহমান, রাশেদ, সজিব, ইসমাইল সহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তাদের এখন একটাই দাবী এই সরকারের পদত্যাগ। সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই অসহযোগ আন্দোলন চলমান থাকবে৷
উল্লেখ্য যে, গত ১লা জুলাই থেকে কোটা সংস্কারের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করে আসছে। কিন্তু সময়ের ব্যবধানে ছাত্রদের আন্দোলনে নির্বিচারে গুলি করে প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগনকে মেরে ফেলা হয়৷
যার পরিপেক্ষিতে পরবর্তীতে ছাত্রদের পাশাপাশি তাদের অবিভাবক এবং সাধারণ জনগন সহ দল মত নির্বিশেষে সবাই ছাত্রদের আন্দোলনকে সম্মতি জানিয়ে একসাথে আন্দোলন করে৷ এবং তারই পরিপেক্ষিতে গতকাল ৩’রা আগষ্ট ২০২৪ ইং কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সমন্বয়করা এক দফা দাবী ঘোষনা করে এবং অসহযোগ আনদোলনের ডাক দেয়।