মোঃ ইবাদৎ হোসেন অভয়নগর (যশোর) প্রতিনিধি: ‘স্মার্ট ভূমিসেবা’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে উদ্বোধন, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে একটি র্যালী যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।