ইভান ফরাজী, গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত মোহাম্মদ আলী উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের মৃত মতি মীর মিয়ার ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রাইভেট কার চালিয়ে তিনি বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় পিছন থেকে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারের চালকমোহাম্মদ আলী গুরুতর আহত হন।
পরে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশ্রাফুল শুভ রজত রেখাকে বলেন, মোহাম্মদ আলীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।