রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ৭ শতক জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সন্তান শাহিন মিয়া (৪০) সহ ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৯ জানুয়ারী) সকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মৃত. শাহজাহান আলী ও আব্দুল হাকিম উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে উক্ত জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় ভাবে একাধীকবার সালিশ বৈঠক করা হলেও কোন সমাধান মেলেনি।
পরবর্তীতে ঘটনার দিন ১০ টার দিকে পূনঃরায় সমাধানের লক্ষে গ্রাম্য সালিশী বৈঠকে উভয় পক্ষকে কাগজমুলে প্রাপ্ত অংশ বুঝে নেওয়ার সিদ্ধান্ত হলে এতে লুৎফর গং বাঁধ সাজে এবং বিষয়টি নিয়ে শাহিন মিয়ার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে লুৎফর গং লাঠিসোটা নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক শাহিন মিয়া ও তার পরিবারের লোকজনদের উপর ঝাপিয়ে পড়ে। এতে শাহিন মিয়া (৪০), পলাশ (৪৫) গুরুতর আহত হয়। পরে তাদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান শাহিন মিয়া জানায়, আমাদের পৈত্রিক সম্পত্তির ৪৫ শতক জমি লুৎফর গং ভুয়া কাগজ পত্র দেখিয়ে তাদের নামে রেকর্ডভুক্ত করে নেয়। পরে বিষয়টি জানতে পেরে আমরা গ্রাম্য সালিশী বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা চালাই। এতে লুৎফর গং তাদের নামে রেকর্ডভুক্ত অতিরিক্ত জমি ছেড়ে না দিয়ে বরং আমাদের মার পিট করে।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানায়, অভিাযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।