বিশেষ প্রতিনিধি: ঢাকার পেশাগত এক সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ প্রনোদিত , মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে ফেসে গেলেন পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভার কথিত সাংবাদিক সাপুরে হামিদ সিকদারের ছেলে হকার আলমগীর ও ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার উত্তর ঝুরকাঠী গ্রামের মো: আজিজ খানের ছেলে হকার মাইনুদ্দিন খান। জানা গেছে, গত ১২ নভেম্বর আপননিউজবিডিডট.কম এর সম্পাদক ও প্রকাশক হকার আলমগীর এবং উপদেষ্টা মাইনুদ্দিন খান অসৎ উদ্দেশ্য, হেয় প্রতিপন্ন ও সমাজে সম্মানহানি করতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নাগরিক ভাবনার পত্রিকার ”বার্তা প্রধান” রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ”আপন নিউজের বিরুদ্ধে অপপ্রচারকারী সেই রিয়াজ পুলিশের খাচায়” শিরোনামে সংবাদ প্রকাশ করে। সাংবাদিক রিয়াজুল ইসলামের সাথে উক্ত সংবাদের কোন সামঞ্জস্য নেই। ঐ দিন তিনি তার নয়া পল্টনের অফিসেই ছিলেন , উক্ত সংবাদের প্রতিবাদে সংবাদে অভিযুক্ত রিয়াজুল ইসলাম ঢাকার একটি আদালতে আগামী ৩-৪ জানুয়ারী আইসিটি মামলা করবেন বলে জানিয়েছেন। এর আগে হকার আলমগীর ও হকার মাইনুদ্দিন খানের নামে হেয় প্রতিপন্ন করার কারন জানতে চেয়ে উকিল নোটিশ পাঠানোর পরেও তারা সে নোটিশের কোন জবাব দেননি। আরো জানা গেছে, আপন নিউজবিডি.কম এর উপদেষ্টা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন লোককে হুমকি দিয়ে আসছে। গত নভেম্বরে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আলামিন নামে এক সাংবাদিককে ০১৭১১৫৭৪৪১৫ নাম্বার থেকে ডিবি পুলিশ পরিচয়ে হুমকি দিয়েছে এমন একটি অডিও ক্লিপ আছে দৈনিক নাগরিক ভাবনার হাতে। রিয়াজুল ইসলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর কেন্দ্রীয় নেতা, বনানী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এবং বারিধারা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।
আসছে আরো বিস্তারিত………… আগামী ৫ ই জানুয়ারী